এমসি কলেজের মাঠ দখলের পাঁয়তারা, মানববন্ধনে শিক্ষার্থীদের অভিযােগ

প্রতিনিধি, সিলেট

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজের মাঠ দখলের পাঁয়তারা শুরু হয়েছে। রাতের আঁধারে মাঠের সীমানার ভেতরে এসে ড্রেন করার নামে বিরাট খাল খনন করে এ দখলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে শনিবার সকালে এক মানববন্ধনে অভিযােগ করা হয়। এসময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সিটি করপােরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর গাড়ি আটকে দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য এমনিতেই রাস্তা ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু রাতের আঁধারে মাঠের সীমানার ভেতরে এসে ড্রেন করার নামে বিরাট খাল খনন করে ফেলেন। প্রায় ১০ ফুট প্রস্থ এবং ৫৯৪ ফুট দৈর্ঘ্য খাল খনন করেছেন তারা।

অনতিবিলম্বে এর কোন সমাধান না হলে এমসি কলেজের শিক্ষার্থীরাসহ সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে দূর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনের সময় মেয়র আরিফুল হক চৌধুরীর গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। পরে মেয়র আরিফ গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এমসি কলেজ মাঠকে দখলমুক্ত করতে মেয়র আরিফও প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাসেল আহমেদ, সৌরভ দাস, শামীম আলী, রুবেল আহমেদ, দেলোয়ার হোসেন রাহি, রুহেল আহমেদ, আহমেদ শিহাব খান, রুখন, ইমরান, সায়েম, শাব্বির শুভ, আপন, পল্লবী দাস, কাওসার, মৌ, রিয়াদ, নিপু, মিরাজ, জহিরুল প্রমুখ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» চবিতে আওয়ামীপন্থি শিক্ষককে টেনে-হিঁচড়ে প্রক্টর অফিসে সোপর্দ

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

সম্প্রতি