গুচ্ছ পদ্ধতিতে দ্বিতীয়বারের মতো একযোগে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি কেন্দ্রে ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে
নিতে ৫৫২৯ জন শিক্ষার্থী আবেদন করলেও অংশ নেয় ৫২২৭ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৪.৫৪ শতাংশ।
শাবিপ্রবির ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি কমিটির সভাপতি ও ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায়, ডিজিটাল জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিনা পারভীন।
এদিকে ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা
পরিচালকঅধ্যাপক আমিনা পারভীন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও সদস্য সচিব মো. ইশরাত ইবনে ইসমাইল ।
এছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার্থে সিলেটের বিভিন্ন সড়কে ২০টি বাস প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ‘খ’ ইউনিটে (মানবিক) ২৩২৯ জন ও ২০ আগস্ট ‘গ’ ইউনিটে (বাণিজ্য) ৮১৯ জন শিক্ষার্থী শাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক: মায়ানমারে নির্বাচন নাকি বন্দুকের মুখে
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন