image

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের নিবন্ধন চলছে

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে প্রথমবারের মতো অফলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করছে। এ বছর অলিম্পিয়াডের "ফিউচার ইনোভেট্রস" এবং "ফিউচার ইঞ্জিনিয়ারস" ক্যাটাগরিতে অংশ নিবে বাংলাদেশ।

আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব। রেজিস্ট্রেশন আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরমেন্স এবং মেধার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হবে।

বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করার পাশাপাশি অনলাইনে আন্তর্জাতিক পর্ব সমন্বয় করে। বাংলাদেশ পর্বের টাইটেল স্পন্সর ক্রিয়েটিভ আইটি লিমিটেড।

২০১৯ সালে প্রথমবারের মত বিডিওএসএন বাংলাদেশে WRO আয়োজনের দায়িত্ব পায়। করোনার জন্য ২০২০ সালে এ আয়োজন করা সম্ভব হয়নি। ২০২১ সালে হয়েছে অনলাইনে। সেবারই প্রথম অংশ নিয়ে বাংলাদেশের একটি দল আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে। এ বছর ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২ এর আন্তর্জাতিক আয়োজন হবে জার্মানীতে।

বিস্তারিত জানা যাবে- https://www.wro2021.org/ এবং নিবন্ধন করতে হবে -http://wrobd.org/register/ ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» আওয়ামীপন্থি শিক্ষককে হেনস্থা করলেন ডাকসু নেতা

সম্প্রতি