ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ছাত্রলীগের হামলার মুখে পড়ে পিছু হটেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ১০ জন আহত হয়েছে বলেও জানা গেছে।
মঙ্গলবার বিকেলে ৪টা ২৫ মিনিটের দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে।
যাত্রার শুরুর কয়েক মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্ট্যাম্প নিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
তখন পিছু হটেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কয়েকজনকে ঘিরে ধরে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আহতরা হলেন- ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আব্দুল জলিল আমিনুল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সম্পাদক মুন্সী সোহাগ, এসএম হলের রাজু আহমেদ, ঢাবির যুগ্ম সম্পাদক নাসির হোসেন শাওন ও এসএম হলের যুগ্ম সসম্পাদক জুবায়ের আহমেদ।
হাসপাতলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের সদ্য কমিটি ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রলীগের গুণ্ডারা আমাদের ওপর হামলা করে। এই হামলায় ছাত্রদলের ২০ জনের মতো আহত হয়েছে। অধিকাংশই মাথায় আঘাত পেয়েছে। লোহার রড ক্রিকেটের স্ট্যামসহ নানারকম জিনিস দিয়ে হামলা করে তারা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
সারাদেশ: আদমদীঘিতে ভটভটি উল্টে দুইজন নিহত
ক্যাম্পাস: জকসু নির্বাচন স্থগিত
সারাদেশ: ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের গালিচা