image

কসবায় কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলন মেলা

মোঃ মানিক মিয়া, আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও ক্রীড়ানুষ্ঠান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন , প্রবীণ শিক্ষক বিনোদ বিহারী দাস সহ শিক্ষদের সংবর্ধনা দেয়া হয় এবং এলাকার দুস্থ শীতার্তদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এ সময়ে কুটি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুর রহমান স্বপন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ শিক্ষার্থীদের মধ্যে মোঃ নোমান উদ্দিন আবুদল কাইয়ূম, মোঃ আবদুল হানিফ ভ’ইয়া, সাইফুল হক মোঃ মাহবুব বিপ্লব সাহা নারায়ন সাহা শরীফা বেগম সহ অন্যান্যরা ছিলেন । পরিচালনা করেন মোঃ নোমান উদ্দিন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি