????? ?????? ????????
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ কয়েকজনের জড়িত থাকার অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার ৮ দিন পর সোমবার তদন্ত কমিটির মুখোমুখি হন অভিযুক্তরা। তিন দফায় ৩টি তদন্ত কমিটির মুখোমুখি হয়ে, প্রায় ৮ ঘণ্টা সাক্ষাৎকার নেয়া হয় তাদের। এছাড়া একই দিন বিকালে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মুখোমুখি হন ভুক্তভোগী ছাত্রী। দীর্ঘ এ সময়ে তদন্তের স্বার্থে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদসহ বেশ কিছু বিষয় সরেজমিনে খতিয়ে দেখেছেন পৃথক পৃথক তদন্ত কমিটির সদস্যরা।
গত সোমবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে আসেন অভিযুক্তরা। সাক্ষাৎকার শেষে বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের ক্যাম্পাসের পার্শবর্তী শেখপাড়া বাজারে অভিভাবকদের নিকট পৌঁছে দেন।
অভিযুক্তরা ক্যাম্পাসে আসার সঙ্গেই শুরু হয় সাক্ষাৎকার। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা মীর মশাররফ হোসেন ভবনে চলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম দফার সাক্ষাৎকার। পরে দুপুর ২টা থেকে প্রায় তিন ঘণ্টা দেশরত্ন শেখ হাসিনা হলের তদন্ত কমিটি অভিযুক্তদের সাক্ষাৎকার নেন। এছাড়াও শাখা ছাত্রলীগের তদন্ত কমিটি বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযুক্তদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এদিকে প্রশ্নের জবাবে তাবাসসুম ইসলাম বলেন, আমি যা বলার তদন্ত কমিটির কাছে বলেছি। আপনাদের বলব না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, তদন্তে কি পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধান নেই। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত এটা এখন বলতে পারব না।হাইকোর্টের নির্দেশনায় এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক। কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলমকে রাখা হয়েছে।
সারাদেশ: আদমদীঘিতে ভটভটি উল্টে দুইজন নিহত
ক্যাম্পাস: জকসু নির্বাচন স্থগিত
সারাদেশ: ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের গালিচা