image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছাড়লেন আরও ৩ শিক্ষক

সংবাদ অনলাইন রিপোর্ট

আগের দিন ১৭ জনের পদত্যাগের ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ থেকে আজ সোমবার পদত্যাগ করেছেন আরও তিন শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর জানান, চারটি প্রশাসনিক দায়িত্ব ছাড়তে সোমবার পদত্যাগপত্র দিয়েছেন তিনজন। তাদের একজন মোহাম্মদ ইয়াকুব সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, “প্রশাসনে রদবদল চলেই। কেউ যেতে চাইলে যাবেন, কেউ থাকতে চাইলে থাকবেন। কিন্তু গতকাল এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আমাদের মতাদর্শী না।”

রোববার ১৮ পদ থেকে যে ১৭ জন পদত্যাগ করেন, তাদের মধ্যে অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া প্রক্টরের দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের পরপরই ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর নিয়োগ করা হয়। এরপর থেকে নতুন প্রক্টরের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ক্যাম্পাসে ও ফেইসবুকে নানা আলোচনা চলছে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

» জকসু: ২৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৪৩১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

সম্প্রতি