image

বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটিতে স্বাধীনতা দিবস উদ্যাপন

সংবাদ অনলাইন রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

সব মুক্তিযোদ্ধাদের রুহেল মাগফেরাত কামনা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মোনাজাত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকসজ্জা ও হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে,গতকাল সকাল ৬টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ রাসেল ফোয়ারার সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে ‘বি’ ব্লকের নিচে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভিসি ডা. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রো-ভিসিসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অন্য কর্মকর্তারা তখন উপস্থিত ছিলেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি