ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও রিক্সাচালকদের পক্ষ থেকে নির্ধারিত ভাড়ার তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।
আগামী ২১ মে রবিবার থেকে ক্যাম্পাসে নতুন করে নির্ধারিত রিক্সা ভাড়া কার্যকর করা হবে। ভাড়ার হার দূরত্ব ভেদে সর্বনিম্ন ১৫ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবীর প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে রিক্সা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে রিক্সাচালক ও শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে রিক্সাচালক ও শিক্ষার্থী; উভয়ের প্রত্যাশা ও উপযোগিতা বিবেচনায় রেখে রিক্সা ভাড়া নির্ধারিত হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ১০০ জন রিক্সাচালকের জন্য একটি আলাদা পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরো বাড়ানো হবে।
এর আগে ২০১৯ সালে ডাকসুর তৎকালীন সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিক্সা ভাড়া নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তারই অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা লাগানো হয় এবং রিক্সা রাখার জন্য ১৬ টি জোন নির্ধারণ করা হয়। ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখন করোনা মহামারি দেখা দেয়ার ফলে রিক্সা ভাড়া নির্ধারণ কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও রিক্সাচালকদের পক্ষ থেকে নির্ধারিত ভাড়ার তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।
আগামী ২১ মে রবিবার থেকে ক্যাম্পাসে নতুন করে নির্ধারিত রিক্সা ভাড়া কার্যকর করা হবে। ভাড়ার হার দূরত্ব ভেদে সর্বনিম্ন ১৫ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবীর প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে রিক্সা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে রিক্সাচালক ও শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে রিক্সাচালক ও শিক্ষার্থী; উভয়ের প্রত্যাশা ও উপযোগিতা বিবেচনায় রেখে রিক্সা ভাড়া নির্ধারিত হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ১০০ জন রিক্সাচালকের জন্য একটি আলাদা পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরো বাড়ানো হবে।
এর আগে ২০১৯ সালে ডাকসুর তৎকালীন সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিক্সা ভাড়া নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তারই অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা লাগানো হয় এবং রিক্সা রাখার জন্য ১৬ টি জোন নির্ধারণ করা হয়। ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখন করোনা মহামারি দেখা দেয়ার ফলে রিক্সা ভাড়া নির্ধারণ কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি।