image

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আট তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এতে বড় কোনও ক্ষয়-ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

এর আগে, রাত ৮টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিট ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি