image

বিটিআরসির নতুন মহাপরিচালক মো.খলিল-উর-রহমান

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো.খলিল-উর-রহমান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মো.খলিল-উর-রহমানকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিটিআরসি হলো একটি স্বাধীন কমিশন, যা বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করে থাকে। সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২০০২ সালের ৩১ জানুয়ারি বিটিআরসি যাত্রা শুরু করে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি