রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ নভেম্বর) রাত ১০টা যাত্রাবাড়ী থানার সামনে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেয়। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এ দিন রাতেই রাজশাহীর পুঠিয়ায় বাসে এবং গাজীপুরের মীরের বাজারে একটি ট্রাকে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
সবমিলিয়ে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত ১৪টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ জানিয়ে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা