image

যাত্রাবাড়ীর একটি অফিসকক্ষ থেকে তরুণ ও কিশোরীর লাশ উদ্ধার

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি অফিসকক্ষ থেকে এক তরুণ ও এক কিশোরীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একই অফিসকক্ষ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, আজ শুক্রবার সকাল ১০টার দিকে অফিসকক্ষটি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া তরুণের বয়স ২০-২১ বছর হতে পারে। মারা যাওয়া কিশোরীর বয়স ১৪-১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর গুরুতর অসুস্থ তরুণের বয়স ২০-২১ হতে পারে।

তিনজনের কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, তিনজনের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা মধুসূদন দাস বলেন, আজ সকালে অফিসের লোকজন কক্ষটিতে গিয়ে তিনজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেখা যায়, দুজন মারা গেছেন। একজন বেঁচে আছেন। তবে তাঁর জ্ঞান ছিল না।

পুলিশ কর্মকর্তা মধুসূদন দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনই নেশাজাতীয় কিছু পান করেছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি