রাজধানীতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলার সময় পরপর দুদিনে মৃত্যু হল দুজনের।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তেজকুনীপাড়ায় ক্রেইন থেকে কন্টেইনার পড়ে সেখানকার শ্রমিক শামিম মিয়া মারা যান। ৩৯ বছর বয়সী শামীমের বাড়ি নরসিংদীর রায়পুরায়।
আগের দিনই মগবাজারের দিলু রোড এলাকায় এক্সপ্রেসওয়ের স্টিলের কাঠামো ভেঙে পড়ে মতিউর রহমান (৫০) নামে এক হকার নিহত হন। ফেরি করে গামছা বিক্রিকারী এ ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
পরপর দুদিনে দুজনের প্রাণ হারানোর বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম এস আকতারকে ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবারের ঘটনার বর্ণনায় তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝে ক্রেইন দিয়ে কন্টেইনার সরানো হচ্ছিল। এক পর্যায়ে ক্রেইন থেকে কন্টেইনার পড়ে গেলে ঘটনাস্থলেই শ্রমিক শামীম মিয়া মারা যান।
এ ঘটনায় ক্রেইন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি।”
শামীমের মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সারাদেশ: চাটখিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ