image

রাজধানীতে দুটি বাসের মাঝে পড়ে পথচারী নিহত

বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেতু ডিলাক্স ও বনফুল পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে নিয়ে আসা সহকর্মী মো. সুমন খান জানান, যাত্রাবাড়ী নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মাঝখানে পড়ে নাসির গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। শনির আখড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি