image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ১৪১টি ইয়াবা ট্যাবলেট, ১১ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১০৫ বোতল ফেনসিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের দ্বিতীয় দিন: হামলাকারীর আত্মসমর্পণ, রোগীদের দুর্ভোগ

সম্প্রতি