image

এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থার মেয়াদ বাড়লো

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের অংশীদার ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বহাল রাখতে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দেনা-পাওনা নিয়ে কোম্পানির বিরোধের বিষয়ে আরবিট্রেশনের প্রথম মিটিং হওয়া পর্যন্ত এ স্থিতাবস্থা বজায় থাকবে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

এ দিন ইতালিয়ান-থাই কোম্পানির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন (অ্যাটর্নি জেনারেল), অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল), আর চায়না এক্সিম ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

মেহেদী হাছান চৌধুরী বলেন, কোর্টকে আমরা বলেছি যে কাজ তো বন্ধ হয়ে আছে। তখন কোর্ট বলল, যেদিন আর্বিট্রেশন প্রসেসের প্রথম সিটিং হবে সেদিন পর্যন্ত স্থিতাবস্থা থাকবে। অর্থাৎ আর্বিট্রেশনের প্রথম মিটিংয়ের পর আর স্থিতাবস্থা থাকবে না, স্থিতাবস্থা না থাকলে শেয়ার হস্তান্তরে আর বাধা থাকবে না।

তিনি বলেন, দুই সপ্তাহ পর সিপি (লিভ টু আপিল) হিসেবে মামলাটি আপিলের তালিকায় আসবে, পরবর্তী শুনানির জন্য। এসময় পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলবে নাকি বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ব্যাংক বলে দিয়েছে তারা অর্থ দেবে না, কাজেই এখন তো কাজ বন্ধ রয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে

সম্প্রতি