image

বসুন্ধরায় এসি বিস্ফোরণ: দগ্ধ চারজনের তিনজনেরই মারা গেছেন

শনিবার, ১৫ জুন ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজন মারা গেছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন আব্দুল মান্নান মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান।

শরীরে ৫০ শতাংশ পোড়া নিয়ে সোমবার রাতে দুই মেয়ে ও নাতিসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬০ বছর বয়সী মান্নান।

এই নিয়ে এই ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হল।

এর আগে বৃহস্পতিবার বিকালে আব্দুর মান্নানের মেয়ে ফুতু আক্তার (১৮) এবং বুধবার ভোরে নাতি তিন বছরের শিশু আয়ানের মৃত্যু হয়। ফুতুর শরীর পুড়েছিল ৫৫ শতাংশ; আর আয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এছাড়া মান্নানের আরেক মেয়ে এবং আয়ানের মা রুকসি আক্তার (২০) চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন রুকসির অবস্থা আশংকাজনক।

বসুন্ধরার ওই ফ্ল্যাটে সোমবার সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণে তারা দগ্ধ হন। প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।

মেয়ে রকসি আক্তারের ব্রেইন টিউমার হওয়ায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য আব্দুল মান্নান পরিবার নিয়ে ঢাকায় এসেছিলেন। কিছুদিন থাকার জন্য বসুন্ধরার এ ব্লকের নিচতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তারা। তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।

এ পরিবারের আত্মীয় আহমেদ মোস্তফা বলেন, “গত ৬ তারিখ এভারকেয়ারে রুকসির অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। ওইদিন সন্ধ্যায় বিদুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। আবার বিদ্যুৎ আসার পর বিষ্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ”

‘নগর-মহানগর’ : আরও খবর

» মেট্রোরেলের কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ঘোষণা

» শ্যামবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সম্প্রতি