সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে আজ সোমবার দুপুর ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত আড়াই ঘন্টা অবরোধ করে রেখছিলো আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে মোড়ে মোড়ে পুলিশের বাঁধা পেরিয়ে ৪ টায় গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয়, জবি, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এই মিছিলটি বের হয়।
সরেজমিনে দেখা যায়, প্রায় আড়াই ঘণ্টা জিরো পয়েন্ট মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে পল্টন, বায়তুল মোকাররমের পার্শ্ববর্তী রাস্তা, গুলিস্তান মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়৷
এসময় কবি নজরুল সরকারি কলেজের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, আমাদের কলেজের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা ৭ কলেজের সাথে যুক্ত হতে পারছি না। তাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে আমাদের দাবি আন্দোলনে আছি।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আসিফ বলেন, বঙ্গবন্ধু যখন জেলে বন্দী ছিলো তখন আন্দোলনের মাধ্যমে আদালতের রায়ের বিরুদ্ধে তাঁকে জেল থেকে বের করে আনা হয়েছে। আমরা সেখান থেকে শিখেছি। মেধাবীদের বুকে পাড়া দিয়ে কোটা বহাল করা চলবে না।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনুর ইসলাম সান বলেন, পলিসি মেকারদের বলতে চাই, বাংলাদেশের ১৬ কোটি মেহনতী মানুষের করের টাকায় দেশ চলছে। কিন্তু চাকরির দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। আমাদের বেকার থাকার থেকে তো মরে যাওয়াই ভালো। আপনারা আমাদের দাবি মেনে নেন, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাবো।
এরপর বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জসীম উদ্দিন আগামীকাল দুপুর ৩ টায় বিক্ষোভ মিছিল কর্মসুচি ঘোষণা করে আজকের অবরোধের সমাপ্তি ঘোষণা করেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ০৮ জুলাই ২০২৪
সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে আজ সোমবার দুপুর ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত আড়াই ঘন্টা অবরোধ করে রেখছিলো আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে মোড়ে মোড়ে পুলিশের বাঁধা পেরিয়ে ৪ টায় গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয়, জবি, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এই মিছিলটি বের হয়।
সরেজমিনে দেখা যায়, প্রায় আড়াই ঘণ্টা জিরো পয়েন্ট মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে পল্টন, বায়তুল মোকাররমের পার্শ্ববর্তী রাস্তা, গুলিস্তান মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়৷
এসময় কবি নজরুল সরকারি কলেজের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, আমাদের কলেজের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা ৭ কলেজের সাথে যুক্ত হতে পারছি না। তাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে আমাদের দাবি আন্দোলনে আছি।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আসিফ বলেন, বঙ্গবন্ধু যখন জেলে বন্দী ছিলো তখন আন্দোলনের মাধ্যমে আদালতের রায়ের বিরুদ্ধে তাঁকে জেল থেকে বের করে আনা হয়েছে। আমরা সেখান থেকে শিখেছি। মেধাবীদের বুকে পাড়া দিয়ে কোটা বহাল করা চলবে না।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনুর ইসলাম সান বলেন, পলিসি মেকারদের বলতে চাই, বাংলাদেশের ১৬ কোটি মেহনতী মানুষের করের টাকায় দেশ চলছে। কিন্তু চাকরির দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। আমাদের বেকার থাকার থেকে তো মরে যাওয়াই ভালো। আপনারা আমাদের দাবি মেনে নেন, আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাবো।
এরপর বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জসীম উদ্দিন আগামীকাল দুপুর ৩ টায় বিক্ষোভ মিছিল কর্মসুচি ঘোষণা করে আজকের অবরোধের সমাপ্তি ঘোষণা করেন।