image

কোটা : ঢাবির পর এবার জবি শিক্ষার্থীদের জিরো পয়েন্ট অবরোধ

বুধবার, ১০ জুলাই ২০২৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বাংলা ব্লকেডে গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ে অবরোধ পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের ফলে জিরো পয়েন্ট ও পল্টন মোড়কে কেন্দ্র করে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিশাল একটি মিছিল বের হয়ে হয়ে সরাসরি গুলিস্তান জিরো পয়েন্ট এসে অবস্থান নেন।

দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্ট আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। ঢাবি শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘন্টা ধরে পুরান ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে।

বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে আসলে ঢাবি শিক্ষার্থীরা সচিবালয় মোড়ের দিকে চলে যায়। এসময় নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।

এসময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী পপি খাতুন বলেন, নির্বাহী বিভাগ থেকে একটি আদেশ না আসা পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। কোটা সংস্কার করে ৫ পার্সেন্টে নামিয়ে আনতে হবে।

আন্দোলনের সমন্বয়কারী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিনুর ইসলাম সান বলেন, আমরা রাজপথে না থেকে পড়ার টেবিলে থাকতে চাই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবো। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমাদের দাবি মেনে নিয়ে কোটা সংস্কার করা হউক তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি