image

কোটা সংস্কার আন্দোলনের ‘শাটডাউন’ কর্মসূচিতে রামপুরায় বিটিভি ভবনে অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

কোটাবিরোধী আন্দোলনের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের রিসেপশন ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা দিলেও আন্দোলনকারীদের বাধার কারণে বিটিভিতে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, “আমরা বিকাল ৩টা থেকে রাস্তায় অবস্থান করছিলাম, কিন্তু বিটিভিতে ঢুকতে পারিনি। প্রচণ্ড সংঘর্ষের মধ্যে ছিলাম। পুলিশের কাছ থেকে নিরাপত্তা চেয়েও পাইনি। পরে আমাদের গাড়ি সাড়ে ৪টার দিকে ফিরে আসে।”

বিটিভির প্রধান প্রকৌশলী মাসুদ ভূইয়া জানান, “আন্দোলনকারীরা হঠাৎ করে ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়। পরে রিসেপশনেও আগুন দেওয়া হয়। আমরা ফায়ার সার্ভিসকে ডেকেছি, কিন্তু এখনও তারা আসেনি।”

এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

বিস্তারিত আসছে.....

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি