image

পল্টনে পুলিশের বাধা, শিক্ষার্থীদের মিছিল পণ্ড, কয়েকজন আটক

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকার পল্টন মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে তা পণ্ড করে দেয়। এসময় চারজনকে আটক করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

আন্দোলনকারীদের একজন সাংবাদিকদের জানান, আটকদের একজন তাদের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আরেকজনের নাম রাফি।

আমাদের সংবাদদাতারা জানান প্রেসক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত পুরো সড়ক জুড়ে কড়া পাহারায় আছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী।

পল্টন মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত কোনো সাধারণ যান চলাচল করতে দেয়া হচ্ছিলো না। দোকানপাটও বন্ধ বন্ধ ছিলো।

সুপ্রিম কোর্ট এলাকায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সেখানেও কোনো যান চলাচল করতে দেখা যায়নি।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি