গণ আন্দোলন ও সহিংসতার পর সরকারের পতনের কারণে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংবাদমাধ্যম কর্মীদের বিমানবন্দর ও স্থলবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় যে, এসব ব্যক্তিকে ইমিগ্রেশন সম্পন্ন না করেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে, কাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
ঢাকা বিমানবন্দর থেকে সদ্য সাবেক টেলিকম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করার খবর পাওয়া গেছে। দেশত্যাগের চেষ্টা করার সময় তাকে চিহ্নিত করে বিমানবন্দরের কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা আটক করে এবং পরে তাকে একটি লাউঞ্জে রেখে সরকারের অন্য বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আরও এক প্রভাবশালী সাবেক মন্ত্রী এবং ছাত্রলীগের দুই শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তারের খবরও এসেছে।
পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় বলা হয়, অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে এসব ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের একদিন পর এই বার্তা পাঠানো হয়। এর আগে, শেখ হাসিনার দেশ ত্যাগের পর সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।
---
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে