image

শাহজাহান আলী হত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের দশদিনের রিমান্ড চেয়ে আবেদন

বুধবার, ১৪ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এসআই লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা গেছে, শাহজাহান আলী হত্যার ঘটনায় সালমান ও আনিসুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় শাহজাহান আলী হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার বিকালে আদালতে নেওয়া হয়। তাদের বহনকারী প্রিজন ভ্যানের চারপাশে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানায় ডিবি। পুলিশ কমিশনার মাইনুল হাসান জানান, নৌপথে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল যে, সালমান ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন। তবে, পুলিশ জানিয়েছে যে, তাকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে ঘটে হতাহতের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় ইন্ধনদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলন অগাস্টে সরকারবিরোধী আন্দোলনের রূপ নিলে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের সময় শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর, সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই আত্মগোপনে চলে যান।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি