সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ২৬ আগস্ট ২০২৪

সচিবালয় ঘেরাও ও সংঘর্ষের ঘটনায় আনসারদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা, আরও দুটি থানায় প্রক্রিয়াধীন

image

সচিবালয় ঘেরাও ও সংঘর্ষের ঘটনায় আনসারদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা, আরও দুটি থানায় প্রক্রিয়াধীন

সোমবার, ২৬ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলনে অংশ নেওয়া আনসার সদস্যদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। শাহবাগ ও রমনা থানাতেও একই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গত রোববার সন্ধ্যায় সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করে রাখেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরেও আন্দোলন অব্যাহত রাখেন। এসময় ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, থানায় পুলিশ বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও তিন থেকে চার হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা, দাঙ্গা-হাঙ্গামা, এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ওসি আরও জানান, ইতোমধ্যে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার ওবায়দুর রহমান জানান, শাহবাগ ও রমনা থানাতেও একই ধরনের মামলা শিগগিরই রেকর্ড হবে। তিনি বলেন, “এ পর্যন্ত মোট ৩৭১ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শাহবাগে ১৯১ জন, রমনায় ৮৫ জন, এবং পল্টনে ৯৫ জন গ্রেপ্তার হয়েছেন।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর আন্দোলনের মধ্যে গত বুধবার আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করেন।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন আনসার সদস্যরা। পরে তারা সচিবালয় ঘেরাও করেন, যার ফলে সচিবালয়ের কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। আনসারদের প্রতিনিধিরা সরকারের উপদেষ্টাদের সঙ্গে দুই দফা বৈঠক করেন, কিন্তু তাৎক্ষণিক প্রজ্ঞাপন জারির দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যান।

রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবরুদ্ধ হওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গিয়ে আনসারদের ধাওয়া করেন। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে শিক্ষার্থী ও পুলিশ মিলে আনসার সদস্যদের সরিয়ে দেয়। সংঘর্ষে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী আনসারদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

সোমবার আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “আনসার সদস্যদের যুদ্ধাংদেহী মনোভাব ছিল। তাদের অবাস্তব ও অসম্ভব দাবি ছিল সচিবালয়ে গণ্ডগোল সৃষ্টির উদ্দেশ্যে। যদি ছাত্ররা তাদের মোকাবিলা না করত, তাহলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারত।”

‘নগর-মহানগর’ : আরও খবর

» বিটিআরসি ঘেরাও: মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভে দুর্ভোগে হাজারো মানুষ

» অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও, যানজটে চরম দুর্ভোগ

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

» মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের