image

হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আদালতে আনার পর ডিম নিক্ষেপ, রিমান্ড মঞ্জুর

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার বিকেলে, কড়া নিরাপত্তায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। তাদের বহনকারী দুটি মাইক্রোবাস আদালত চত্বরে পৌঁছানোর পর বিএনপি-জামায়াত সমর্থক প্রায় একশো আইনজীবী তাঁদের শাস্তির দাবিতে স্লোগান শুরু করেন এবং মাইক্রোবাসের ওপর ডিম নিক্ষেপ করেন। পরে দুই নেতাকে হাজতখানায় নেওয়া হয়।

প্রায় এক ঘণ্টা পর, বিপুলসংখ্যক পুলিশ সদস্য ইনু এবং মেননকে আদালত কক্ষে হাজির করেন। তাঁরা তখন পুলিশের হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন। আদালত কক্ষে প্রবেশের সময়, আইনজীবীদের একটি দল তাঁদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে ডিম ও জুতা নিক্ষেপ করে। বিচারক আদালতে প্রবেশের পর, দুই নেতাকে হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ যুক্তি প্রদান করে।

শুনানি চলাকালীন, বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিট ধরে চলা বিশৃঙ্খলার পর বিচারক ইনুর সাত দিনের এবং মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের আদালতকক্ষ থেকে বের করে পুনরায় হাজতখানায় নেওয়া হয়, যেখানে আইনজীবীরা তাঁদের শাস্তির দাবিতে স্লোগান অব্যাহত রাখে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি