image

অবৈধ সম্পদ অর্জন: নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার ও স্ত্রী কারাগারে

সংবাদ অনলাইন রিপোর্ট

অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক এবং তার স্ত্রী সাহেলা নাজমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার, তারা ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, ৩০ জুলাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম ২০২৩ সালের ৩০ জুলাই তাদের বিরুদ্ধে ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, নাজমুল হক তার স্ত্রীর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে অবৈধ আয় বিনিয়োগের মাধ্যমে দুর্নীতি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» সাবেক প্রধানমন্ত্রীর সহকারীর স্ত্রীর ১০ তলা ভবন জব্দের আদেশ

সম্প্রতি