image

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পিপি আবদুল্লাহ আবুর বদলে দায়িত্বে এহসানুল হক সমাজী

বুধবার, ২৮ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োজিত আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন এহসানুল হক সমাজী, যিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই আদালতের পিপি ছিলেন।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনু-বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এর আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের প্রধান বিচারপতি, আপিল বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। আইনজীবী আবদুল্লাহ আবু ২০০৯ সালের ২৮ জানুয়ারি থেকে টানা ১৫ বছর ৭ মাস ধরে মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এহসানুল হক সমাজী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অষ্টম ব্যাচের শিক্ষার্থী, ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। বহু আলোচিত হত্যা ও দুর্নীতি মামলায় তিনি অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করেছেন। এছাড়া, ইউএনডিপি পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন সমাজী।

এ বিষয়ে এহসানুল হক সমাজী বলেন, ঢাকার নিম্ন আদালতগুলোতে ক্রমান্বয়ে নতুন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি