image

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী আটক

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুল্লাহিল কাফীকে সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।

ডিবি সূত্র জানায়, ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আবদুল্লাহিল কাফীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বলেন, আবদুল্লাহিল কাফীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হচ্ছে, তবে এখনো তাঁকে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশের হেলমেট ও ভেস্ট পরা এক ব্যক্তি নিথর দেহগুলো একটি ভ্যানে তুলছেন। ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হয় এবং স্থানীয় থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

সম্প্রতি