image

দুদকের ৫৮ কর্মকর্তার পদে রদবদল

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০ পরিচালক এবং ৪৮ উপপরিচালককে নতুন দায়িত্বে নিয়োগ করেছে। সোমবার দুটি পৃথক আদেশে এ রদবদল ঘোষণা করেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

পরিচালকদের মধ্যে ফিরোজ মাহমুদকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগ থেকে গবেষণা ও পরীক্ষণ বিভাগে, মোরশেদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে এনআইএস ও ইউএনসিএসির ফোকাল পয়েন্ট হিসেবে এবং আব্দুল করিমকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ থেকে সিস্টেম উন্নয়ন ও সমন্বয় বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া এস এম মফিদুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ থেকে অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে, পরিচালক আবুল হোসেনকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এবং মীজানুল ইসলামকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ এর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ জহিরুল হুদা অনুসন্ধান ও তদন্ত-৪ এর পরিচালক এবং মো. রফিকুজ্জামান বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর দায়িত্ব পেয়েছেন। সৈয়দ তাহসীনুল হককে পাঠানো হয়েছে ঢাকা বিভাগীয় কার্যালয়ে।

এছাড়াও ৪৮ উপপরিচালককে ঢাকাসহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, হবিগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে।

গত অগাস্টে গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় এই বদলি হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি