image

ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ৫০০ কোটি টাকার মামলা

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অর্থ মোকদ্দমা করেছে ওরিয়ন গ্রুপ। ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

মামলার গ্রহণযোগ্যতার শুনানি আগামী ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বাদী পক্ষের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান মামলাটি করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশন, প্রধান সম্পাদক শামছুর রহমান ও প্রতিবেদক আবদুল্লাহ আল রাফী মামলার বিবাদী।

বাদীপক্ষের আইনজীবী আরিফুর রহমান জানান, ইনডিপেনডেন্ট টেলিভিশন ১৩ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার হাজার কোটি টাকা পাচার শিরোনামে একটি প্রতিবেদন সম্প্রচার করে, যা ভিত্তিহীন বলে দাবি করছে ওরিয়ন গ্রুপ।

ওরিয়ন গ্রুপ বলছে, তাদের ব্যবসায়িক কার্যক্রমে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই এবং তাদের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ধারাবাহিকতা রয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি