জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে চলমান খবর গুজব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন, এসব গুজবে কান না দেওয়ার জন্য।
আজ রবিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোখলেস উর রহমান বলেন, "গুজবে কান দেবেন না," এমন প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর এবং অবসরের বয়স ৫৯ বছর। কিছু চাকরিপ্রত্যাশী এই বয়সসীমা বাড়ানোর দাবি করে আসছেন।
সম্প্রতি রাজধানীর শাহবাগ মোড়ে এ দাবিতে অবরোধ করা হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও ৩৫ বছর বয়সসীমা এবং ৬৫ বছর অবসর বয়সের দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে। তবে, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ শুধু প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
অর্থ-বাণিজ্য: অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাগজশিল্প
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে
অর্থ-বাণিজ্য: ইজিসিবির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি