image

সজীব ওয়াজেদ জয়কে অপহরণের মামলায় সাজা স্থগিত, শফিক রেহমান ও মিজানুর রহমানের মুক্তির আদেশ

রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকে নিম্ন আদালতের দেওয়া এক বছরের সাজা স্থগিত করা হয়েছে।

এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি প্রজ্ঞাপন রোববার প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়, “শফিক রেহমান এবং মো. মিজানুর রহমান ভূইয়ার সাজা স্থগিতের আবেদন আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে অনুমোদন করা হয়েছে।”

২০১৫ সালের ৩ অগাস্ট পল্টন থানায় পুলিশের করা মামলায় শফিক রেহমান ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান। ২০২৩ সালের ১৭ অগাস্ট এই মামলায় শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শফিক রেহমান ১৮ অগাস্ট যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন, কিন্তু অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। অপরদিকে, মাহমুদুর রহমানও নির্বাসিত জীবন কাটিয়ে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেছেন।

এ বিষয়ে আদালতে আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি