কবি ও চিন্তক ফরহাদ মজহার শারীরিক অসুস্থতার কারণে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ‘ভাববৈঠকি’র সমন্বয়ক ও ‘বানান’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ রোমেল।
তিনি বলেন, "কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ফরহাদ মজহার। গত রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এখন পরীক্ষা-নীরিক্ষা চলছে।"
ফরহাদ মজহার হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
১৯৪৭ সালে নোয়াখালীতে জন্মগ্রহণকারী ফরহাদ মজহার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি পড়ার পর যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে তোলেন এবং নয়াকৃষি আন্দোলন শুরু করেন। তিনি ‘চিন্তা’ পত্রিকারও সম্পাদক।
সারাদেশ: তারাগঞ্জে জমির মাটি কাটায় জরিমানা