দ্রুত নিয়ন্ত্রণে এসেছে আগুন, হতাহতের খবর নেই
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের পূর্ব পাশের মেডিসিন ভবনের নিচতলায় থাকা গুদামঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ভেতরের অংশ এখনও ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। নিচতলায় থাকা গুদামঘরটি মূলত ব্যবহৃত চাদর, তোশক, বালিশের কভারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। তিনি বলেন, “ফায়ার সার্ভিস দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে।”
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, আগুনের উৎস ওই গুদামঘর থেকেই। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানো হলেও ভবনের ভেতরের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
দ্রুত নিয়ন্ত্রণে এসেছে আগুন, হতাহতের খবর নেই
রোববার, ১৩ অক্টোবর ২০২৪
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের পূর্ব পাশের মেডিসিন ভবনের নিচতলায় থাকা গুদামঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ভেতরের অংশ এখনও ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। নিচতলায় থাকা গুদামঘরটি মূলত ব্যবহৃত চাদর, তোশক, বালিশের কভারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। তিনি বলেন, “ফায়ার সার্ভিস দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে।”
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, আগুনের উৎস ওই গুদামঘর থেকেই। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানো হলেও ভবনের ভেতরের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।