image

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগসহ ১১ দলের রিট আবেদন: বিভ্রান্তি নিয়ে বক্তব্য রিটকারীদের

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার সুপ্রিম কোর্টে আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দিতে রিট আবেদন দাখিল হয়েছে, তবে এর কিছুক্ষণের মধ্যেই রিটকারীদের অন্যতম সারজিস আলম ভিন্ন তথ্য প্রকাশ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা জানান, রিটের বিষয়টি সম্পূর্ণ প্রস্তুত হয়নি এবং আগামী এক-দুই দিনের মধ্যে তারা পুরো বিষয়টি গণমাধ্যমের সামনে আনবেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্যে জানা যায়, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় রিট দুটি ২৮৩ ও ২৮৪ নম্বরে ছিল। তবে বিকেলে দেখা যায়, রিটগুলো ‘আউট’ হিসেবে চিহ্নিত এবং কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগামীকাল অন্য একটি বেঞ্চে শুনানি হতে পারে।

বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে সারজিস আলম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। সারজিস আলম জানান, রিটে দল নিষিদ্ধকরণের কোনো উল্লেখ নেই এবং বিভ্রান্তি দূর করতে ফেসবুকে একটি পোস্ট দেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে কারাগারে নয়ন

» বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে

সম্প্রতি