image

মোহাম্মদপুরে রহস্যময় ধোঁয়ায় বাসিন্দাদের দুর্ভোগ

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরের বিস্তীর্ণ এলাকা সোমবার রাত পৌনে ১২টা থেকে রহস্যময় ধোঁয়ায় ঢেকে যায়। বাসিন্দারা জানান, ঘরের ভেতরে ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেকে ধোঁয়া থেকে ‘বারুদের মতো’ তীব্র গন্ধ পাচ্ছেন, যদিও ধোঁয়ার উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা অসংখ্য ফোন পেয়েছেন, তবে কারো কাছ থেকেই সুনির্দিষ্ট উৎস সম্পর্কে তথ্য মেলেনি। ফায়ার সার্ভিস, পুলিশ, এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ সবাই ঘটনাটি অনুসন্ধান করছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান, ধোঁয়ার উৎস এখনো অজানা, তবে তারা বিষয়টি তদন্ত করছে। ফেসবুকে স্থানীয়দের পোস্টে দেখা গেছে লালমাটিয়া, আদাবর, জাপান গার্ডেন সিটি এবং শেখেরটেকসহ বিভিন্ন এলাকা থেকে একই ধরনের ধোঁয়া এবং গন্ধের অভিযোগ উঠেছে।

তবে রাত দেড়টার দিকে ধোঁয়া কিছুটা কমে আসলেও বাসিন্দারা এখনো অস্বস্তিতে আছেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি