রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে চলছে যৌথবাহিনীর অভিযান। সর্বশেষ গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক তিনটি অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত দুইদিনে (শনিবার ও রোববার) মোহাম্মদপুর থেকে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে সিংহভাগই ছিল ছিনতাই-ডাকাতি ও হত্যা মামলার আসামি।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। আরেক বার্তায় আরও দুইজনকে গ্রেপ্তারের কথা জানায় সেনাবাহিনী।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সোমবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি