বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা অবরোধ কর্মসূচি শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগের ঘোষণা অনুযায়ী আজও সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করবেন তারা।
আহ বুধবার সায়েন্সল্যাব এলাকায় দেখা গেছে সড়ক অবরোধ করে তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এ সময় সায়েন্সল্যাব মোড়, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ট্রাফিক পুলিশ বলেছে, নগরীর একটি বড় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অন্যগুলোতেও এর প্রভাব পড়ে। এ ক্ষেত্রেও তা–ই হয়েছে। বেলা তিনটার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট ছিল।
বিক্ষোভ-অবরোধের কারণে মিরপুর সড়কসহ সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘিরে আশপাশের সড়কগুলোয় দীর্ঘ যানজট দেখা দেয় শুরু থেকেই। ভোগান্তিতে পড়েন বহু মানুষ। ধীরে ধীরে যানজট ছড়িয়ে যায় নগরীর বিভিন্ন স্থানে।
অবরোধের কারণে শাহবাগ, কারওয়ান বাজার, মহাখালীতে অপেক্ষাকৃত বেশি যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের পাশাপাশি শাহবাগে চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে নামের একদল। তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা অবরোধ কর্মসূচি শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগের ঘোষণা অনুযায়ী আজও সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করবেন তারা।
আহ বুধবার সায়েন্সল্যাব এলাকায় দেখা গেছে সড়ক অবরোধ করে তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এ সময় সায়েন্সল্যাব মোড়, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ট্রাফিক পুলিশ বলেছে, নগরীর একটি বড় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অন্যগুলোতেও এর প্রভাব পড়ে। এ ক্ষেত্রেও তা–ই হয়েছে। বেলা তিনটার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট ছিল।
বিক্ষোভ-অবরোধের কারণে মিরপুর সড়কসহ সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘিরে আশপাশের সড়কগুলোয় দীর্ঘ যানজট দেখা দেয় শুরু থেকেই। ভোগান্তিতে পড়েন বহু মানুষ। ধীরে ধীরে যানজট ছড়িয়ে যায় নগরীর বিভিন্ন স্থানে।
অবরোধের কারণে শাহবাগ, কারওয়ান বাজার, মহাখালীতে অপেক্ষাকৃত বেশি যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের পাশাপাশি শাহবাগে চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে নামের একদল। তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।