image

যাত্রাবাড়ীতে গাড়ির চাপায় নারীর মৃত্যু

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

যাত্রাবাড়ীতে গাড়ির চাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক (৪৫) বছর।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডিএমপির যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাতুয়াইল ইউটার্ন দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একাধিক গাড়ির নিচে চাপা পড়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই নারী।সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও বাইকের সংঘর্ষে নিহত ২

» হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

» রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

সম্প্রতি