ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং লেখক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির প্রায় আট দশক পরও বাংলাদেশে রাষ্ট্রের চরিত্রগত কোনো পরিবর্তন হয়নি। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাসদ আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজকের বাংলাদেশে আমরা ধনীদের উপনিবেশ দেখছি, যেখানে শাসকরা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে, ঠিক যেভাবে ঔপনিবেশিক শাসকরা করতো। শাসকের বদল হলেও, শাসনের চরিত্র বদলায়নি।”
চৌধুরী উল্লেখ করেন, রাষ্ট্রের এই কাঠামোতে পরিবর্তন না আনলে ফ্যাসিবাদী শাসনের অবসান সম্ভব নয়। তিনি বলেন, “গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তবে এটিকে বিপ্লব বলা যাবে না; বরং এটি ছিল ফ্যাসিস্ট সরকারের পতন। শাসক বদল হলেও শাসনের মূল স্বরূপ আগের মতোই রয়েছে।”
বিশ্বব্যাপী ফ্যাসিবাদের শক্তিবৃদ্ধির বিষয়টি তুলে ধরে সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, “বিশ্ব এখন চরম বিপদে রয়েছে। ফ্যাসিবাদ এখন আরও শক্তিশালী ও নিষ্ঠুর রূপে বিরাজ করছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের জয় এর উদাহরণ। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মতো গণতন্ত্রের আদর্শ রাষ্ট্রে তিনি নির্বাচিত হয়েছেন।”
আলোচনা সভায় অন্যান্য আলোচকেরা ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, এবং সাংবাদিক সোহরাব হাসান।
রোববার, ১০ নভেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং লেখক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির প্রায় আট দশক পরও বাংলাদেশে রাষ্ট্রের চরিত্রগত কোনো পরিবর্তন হয়নি। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাসদ আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজকের বাংলাদেশে আমরা ধনীদের উপনিবেশ দেখছি, যেখানে শাসকরা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে, ঠিক যেভাবে ঔপনিবেশিক শাসকরা করতো। শাসকের বদল হলেও, শাসনের চরিত্র বদলায়নি।”
চৌধুরী উল্লেখ করেন, রাষ্ট্রের এই কাঠামোতে পরিবর্তন না আনলে ফ্যাসিবাদী শাসনের অবসান সম্ভব নয়। তিনি বলেন, “গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তবে এটিকে বিপ্লব বলা যাবে না; বরং এটি ছিল ফ্যাসিস্ট সরকারের পতন। শাসক বদল হলেও শাসনের মূল স্বরূপ আগের মতোই রয়েছে।”
বিশ্বব্যাপী ফ্যাসিবাদের শক্তিবৃদ্ধির বিষয়টি তুলে ধরে সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, “বিশ্ব এখন চরম বিপদে রয়েছে। ফ্যাসিবাদ এখন আরও শক্তিশালী ও নিষ্ঠুর রূপে বিরাজ করছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের জয় এর উদাহরণ। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মতো গণতন্ত্রের আদর্শ রাষ্ট্রে তিনি নির্বাচিত হয়েছেন।”
আলোচনা সভায় অন্যান্য আলোচকেরা ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, এবং সাংবাদিক সোহরাব হাসান।