image

শহীদ নূর হোসেন দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে আওয়ামী লীগকে প্রতিহতের ডাক

সোমবার, ১১ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে আওয়ামী লীগের সমালোচনা করেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আওয়ামী লীগকে "নাৎসি বাহিনীর চেয়েও নৃশংস" আখ্যা দিয়ে বলেন, "গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তাদের জনসমক্ষে আসার অধিকার নেই।"

ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আয়োজিত এই জমায়েতে ছাত্র নেতারা নির্বাচন, বিচারব্যবস্থা এবং রাষ্ট্রের সংস্কারের দাবি জানান। ছাত্রনেতা সারজিস আলম এবং অন্যান্য সমন্বয়করা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে হাজারো মানুষ হত্যা করেছে। ছাত্র নেতারা জনগণের স্বার্থে বিচার ও সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদকে প্রতিহত করার প্রতিশ্রুতি দেন এবং দাবি জানান, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমী, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাদিক কাইয়ুম, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে কারাগারে নয়ন

» বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে

সম্প্রতি