image

গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে গ্রেপ্তার ৫৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কারাগারে প্রেরণ

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে গ্রেপ্তার ৫৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ সোমবার এ আদেশ দেওয়া হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত আটজন নারী রয়েছেন।

সূত্র জানায়, রোববার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা-পুলিশ ৪২ জন এবং শাহবাগ থানা-পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হলে আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক ও অর্থদাতারা কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবিরোধী অডিও-ভিডিও প্রচার করে গুলিস্তানের জিরো পয়েন্টে নাশকতা পরিকল্পনা করছিলেন। গতকাল দুপুরে তারা জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় জড়ো হয়ে স্লোগান দেয়। এ সময় পুলিশ তাদের আটক করে।

পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খলিল উল্লাহ ৪২ জনের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক মাজহারুল হক গ্রেপ্তারকৃত ১৩ জনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মামলা দায়ের করেন। উভয় মামলায় দাবি করা হয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক এবং দেশের আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন বলে তাদের আইনজীবীরা আদালতে জানান। একাধিক জেলার বাসিন্দা এবং বিভিন্ন বয়সী এসব গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি