অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সেন্ট গ্রেগরি

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

https://sangbad.net.bd/images/2024/November/25Nov24/news/Screenshot_2024-11-25-21-12-09-72_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালানোয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (২৫ নভেম্বর) কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

https://sangbad.net.bd/images/2024/November/25Nov24/news/IMG_20241124_202404.jpg

বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সকল প্রকার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

https://sangbad.net.bd/images/2024/November/25Nov24/news/FB_IMG_1732546839328.jpg

আরও বলা হয়, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অতীব জরুরী এবং সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে।

https://sangbad.net.bd/images/2024/November/25Nov24/news/IMG_20241124_202352.jpg

গতকাল রোববার বিকাল ৫টার দিকে সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। কলেজটির শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০ টি রুমে ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলার একটা শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।

সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজে হামলা সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের

‘নগর-মহানগর’ : আরও খবর

» রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

সম্প্রতি