রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এদিন পুলিশের তদন্ত কর্মকর্তা ডিবির এসআই ফেরদৌস আলম শাহ কামালকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা এবং ১০ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়। পরদিন রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় মামলা করেন এসআই সহিদুল ইসলাম মাসুম।
পরে ১৮ আগস্ট শাহ কামালকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন। শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব ও জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালের ২৯ জুন অবসর নেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এদিন পুলিশের তদন্ত কর্মকর্তা ডিবির এসআই ফেরদৌস আলম শাহ কামালকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা এবং ১০ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়। পরদিন রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় মামলা করেন এসআই সহিদুল ইসলাম মাসুম।
পরে ১৮ আগস্ট শাহ কামালকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন। শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব ও জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালের ২৯ জুন অবসর নেন।