সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন দগ্ধ হয়ে মারা গেছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার রাত আনুমানিক ২টার দিকে রাজপুর বাড়িয়া পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সসহ ধাক্কা দেওয়া বাস ও পাশের শ্যামলী পরিবহনের বাসে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্স থেকে চারজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন দগ্ধ হয়ে মারা গেছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার রাত আনুমানিক ২টার দিকে রাজপুর বাড়িয়া পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সসহ ধাক্কা দেওয়া বাস ও পাশের শ্যামলী পরিবহনের বাসে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্স থেকে চারজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।