সায়েন্সল্যাব এলাকায় কোচিং সেন্টারের সিঁড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নতুন সংঘর্ষের ঘটনা
ঢাকা: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় রোববার দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে সায়েন্সল্যাবের একটি কোচিং সেন্টারের সিঁড়িতে ওঠার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানিয়েছেন, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে পাঠানো হয়, এবং অল্প সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
ওসি আরো জানান, এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের ক্যাম্পাস একে অপরের কাছে অবস্থিত হওয়ায়, এ ধরনের সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে।
গত অক্টোবরের শেষের দিকে সিটি কলেজের প্রশাসনিক সংকটের মধ্যে শিক্ষার্থীরা কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করেন। ওই ঘটনার পর ২০ দিন কলেজটি বন্ধ ছিল এবং ১৯ নভেম্বর থেকে আবারও ক্লাস শুরু হয়। এরপর ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করলে দুই কলেজের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হয়।
এ পরিস্থিতি সামাল দিতে গত বছর ধানমন্ডি এলাকার এসব কলেজের মধ্যে এক কমিটি গঠন করা হয়, যার উদ্দেশ্য ছিল ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধান করা, যাতে সেগুলো বড় আকার ধারণ না করে। তবে নতুন সংঘর্ষের ঘটনা আবারও একে অন্যকে দোষারোপ করে পরিস্থিতি উত্তপ্ত করেছে।
সায়েন্সল্যাব এলাকায় কোচিং সেন্টারের সিঁড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নতুন সংঘর্ষের ঘটনা
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
ঢাকা: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় রোববার দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে সায়েন্সল্যাবের একটি কোচিং সেন্টারের সিঁড়িতে ওঠার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানিয়েছেন, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে পাঠানো হয়, এবং অল্প সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
ওসি আরো জানান, এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের ক্যাম্পাস একে অপরের কাছে অবস্থিত হওয়ায়, এ ধরনের সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে।
গত অক্টোবরের শেষের দিকে সিটি কলেজের প্রশাসনিক সংকটের মধ্যে শিক্ষার্থীরা কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করেন। ওই ঘটনার পর ২০ দিন কলেজটি বন্ধ ছিল এবং ১৯ নভেম্বর থেকে আবারও ক্লাস শুরু হয়। এরপর ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করলে দুই কলেজের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হয়।
এ পরিস্থিতি সামাল দিতে গত বছর ধানমন্ডি এলাকার এসব কলেজের মধ্যে এক কমিটি গঠন করা হয়, যার উদ্দেশ্য ছিল ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধান করা, যাতে সেগুলো বড় আকার ধারণ না করে। তবে নতুন সংঘর্ষের ঘটনা আবারও একে অন্যকে দোষারোপ করে পরিস্থিতি উত্তপ্ত করেছে।