রাজধানীর হাজারীবাগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (গতকাল) রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী (৩৭) কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে হেলমেট পরিহিত চার থেকে পাঁচজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করেন।
জয় রাজবংশী আরও বলেন, “প্রথমে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা আমার ভাইয়ের বাঁ পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।”
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, সজল রাজবংশীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা