বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নতুন অধ্যায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই শুভ উপলক্ষে তাঁর সহযোদ্ধারা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় বরের সাজে সারজিসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, "নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।"
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও একই ছবি শেয়ার করে সারজিসের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, "অভিনন্দন বন্ধু সারজিস! দোয়া করি তোমাদের সারা জীবন একত্রে ভালোবাসা ও সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সারজিস আলম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন।
আন্দোলনের সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন ছাত্রনেতা ব্যাপক পরিচিতি লাভ করেন। তাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, আর হাসনাত আবদুল্লাহ এখনো ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে কাজ করছেন।
সারজিস আলম আন্দোলন-পরবর্তী সময়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক হিসেবে কয়েক মাস দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটি-র মুখ্য সংগঠক হিসেবে কাজ করছেন।
সারজিস আলম ছাত্রলীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনি ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হন।
এদিকে, ছাত্র আন্দোলনের আরেক নেতা হাসনাত আবদুল্লাহর বিয়ের খবরও আলোচনায় এসেছিল। তিনি গত ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন।
সারজিস আলমের বিয়ে কোথায় অনুষ্ঠিত হয়েছে বা তাঁর স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর নতুন জীবনের খবরে শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। ছাত্র রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ
আন্তর্জাতিক: ট্রাম্পের অভিবাসী ফেরত অভিযান কি আরও জোরালো হবে
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি
সারাদেশ: বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত