image

সুচিকিৎসার দাবিতে আহতদের আবারও সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী আন্দোলনের আহতদের প্রতিবাদে থমকে যায় রাজধানীর সড়ক

রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে আসেন। কেউ সড়কে শুয়ে, কেউ স্ট্রেচারে ভর করে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই’সহ নানা স্লোগান দিতে থাকেন। তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেনই অবরোধ করেন, ফলে আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে আহত হয়েছি। আমরা কোনো আর্থিক সহায়তা চাই না, শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। কিন্তু সরকার এখনো আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করেনি।"

তিনি আরও জানান, সরকার তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি, তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। আন্দোলনকারীরা দ্রুত সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি